ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মীকি মারমা মহেশখালীর নতুন ইউএনও

নিজস্ব প্রতিনিধি, মহেশখালী:

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার নতুন নির্বাহী অফিসার (ইউএনও) মীকি মারমা। জেলার দ্বীপ উপজেলাটির নির্বাহী অফিসার হিসেবে তাঁকে পদায়ন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ জুলাই) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে মীকি মারমাকে এই উপজেলায় পদায়ন করা হয়।

 

মীকি চাকমা নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় বদলির আদেশাধীন ছিলেন। এর আগে তিনি বিভিন্ন সময়ে পার্বত্য বান্দরবান, কক্সবাজারের পেকুয়া, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জায়গায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪