ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

সীতাকুণ্ড, চট্টগ্রাম :

সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান নানান আয়োজনের মধ্য দিয়ে সম্পূর্ণ হয়েছে ।

 

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমরা অঙ্গীকারবদ্ধ এ পতিপাদ্যে সীতাকুণ্ডের এক ঝাক তরুণ সাংবাদিকদের নিয়ে গঠিত এবং সীতাকুণ্ডবাসীর আস্থা অর্জনকারী সংগঠন সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা সামাজিক ও শিক্ষা খাতে অবদান রাখায় সংগঠনের ব্যক্তিদেরকে সম্মাননা ক্রেস্ট বিতরণ ও দিনব্যাপী নানান আয়োজনে মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এসকে এম মেজবাহ উদ্দিন খালেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল ইসলাম মুকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এন্টি টেররিজম চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রবীণ সাংবাদিক মুক্তিযুদ্ধের গবেষক লেখক জামসেদ উদ্দীন, লায়ন ইঞ্জিনিয়ার মো. কামরুদ্দৌজা, সাংবাদিক বেলাল উদ্দীন,কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন, সীতাকুণ্ড কামিল এম এ মাদ্রাসার আরবি প্রভাষক আনোয়ার হোসেন, সাংবাদিক নাছির উদ্দিন শিবলু,সময়ের আলো পত্রিকার সাবেক সহ – সম্পাদক সোলতান মোহাম্মদ দীপু ।

 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মুসলিম বলেন, সীতাকুণ্ডের উন্নয়নে এবং বিভিন্ন সমস্যা সমাধানে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় রিপোর্ট করছেন সাংবাদিকরা সব সময়। এই রিপোর্টের মাধ্যমে প্রকৃত সত্যতা তুলে ধরার জন্য চেষ্টা করছেন এবং সত্যিকারের প্রকৃতিক সৌন্দর্যের দিকে থেকে আমাদের সীতাকুণ্ড বাংলাদেশের উপজেলাগুলোর মধ্যে অন্যতম একটা সুন্দর উপজেলা। এখানে অনেক কিছু রয়েছে। এখানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সীতাকুণ্ডের উপর দিয়ে গেছে। এখানে পশ্চিমে সমুদ্র, পূর্বে পাহাড়, শিল্পকারখানাসহ অনেক সম্পদ রয়েছে। এখন আমাদেরকে সুস্থ্য ব্যবস্থাপনা দরকার, শিল্পকারখানা গুলোতে সীতাকুণ্ডের লোকজনের বেশি করে চাকরী পেতে পারে সে জন্যে আমাদেরকে সম্মেলিতভাবে কাজ করা দরকার। আমরা যদি খেয়াল করি আমরা সত্যিকারের ভালো মানুষ, যে সেক্টরে কাজ করি না কেন এলাকার মানুষের কাছে আমরা স্মরণীয় হয়ে থাকবো আমরা যদি ভালো কিছু করতে পারি। আমাদের যদি সৎ নিয়ত ও ভালো ইচ্ছা থাকে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা যদি কাজ করি তাহলে আমরা সমাজ, ব্যক্তি জীবনে তথা রাষ্ট্রের অনেক উপকারে আসত পারবো।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত সাময়িকী রিপোর্টার্স জার্নাল এর মোড়ক উম্মোচন এবং প্রতিষ্ঠাবার্ষিকী’র কেক কাটা শেষে সীতাকুণ্ডে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্যে শিক্ষায় , সামাজিক, মানবিক, সাংবাদিকতায়, সাহিত্য এবং ক্রীড়ায়সহ ছয় জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

বর্ষপূর্তি অনুষ্ঠানে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪