ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাটিরাঙ্গায় চোলাই মদসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক , খাগড়াছড়ি :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুলিশের অভিযানে ১১৫২ লিটার চোলাই মদসহ আইয়ুব আলী (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে মাটিরাঙ্গার পৌর পুলিশ বক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।আইয়ুব আলী কক্সবাজারের থানা বাসিন্দা।

 

আটক আইয়ুব আলী খাগড়াছড়ির দীঘিনালায় ভাড়া বাসায় থাকেন। জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গার পৌর শহরের পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়। এসময় নাম্বার বিহীন একটি পিকআপ থেকে ১১৫২ লিটার চোলাই মদ জব্দ করা হয়। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

 

আমির , সিএনএনবাংলা২৪