ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় মকবুল শাহ স্মৃতি মেধাবৃত্তি বিতরণ

আবদুল হাকিম রানা পটিয়া :

পটিয়ায় হযরত শাহ্সুফী মকবুল শাহ স্মৃতি সংঘ ও পাঠাগারের ব্যবস্থাপনায় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরন অনুষ্টান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সকালে পটিয়া পৌরসদরের একটি কমিউনিটি হলে সংগঠনের সভাপতি মোহাম্মদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ড. জুলকারনাইন চৌধুরী জীবন।

 

সংগঠনের সাধারণ সম্পাদক জাবের বিন তালেব এর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা আ.লীগের উপ-প্রচার সম্পাদক কাজী মোরশেদ, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আবদুর রাজ্জাক, সংগঠনের উপদেষ্টা আবু ইউসুফ, আবু ছৈয়দ, প্রভাষক মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আলতাফ হোসেন রনি, জুয়েল আলম সাদা, আরমান আহমেদ, বেলাল হোসেন হৃদয়, উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাকিল, মেজবাউল কুদ্দুস তুষার, আবু হানিফ, মারুফ আহমেদ, নিজাম উদ্দিন, মোঃ রাফি, মেহেরাজ উদ্দিন রাফি, ইয়াসিন তালেব, নাঈমুল ইসলাম, মোঃ আরিফ, মিনহাজ, রাফি, আরিফ, ইফতি, রিজভী, জয়নাল, আনিস, সাব্বির, আশফাক, বাবু, মিরাজ, ফয়সাল প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে ড. জুলকারনাইন চৌধুরী জীবন বলেন, তরুন প্রজন্মকে মেধাবী হিসেবে গড়ে তুলতে মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। সু-শিক্ষার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তরুন প্রজন্মকে তৈরি করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দেশের প্রতি যে ত্যাগ তা আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।