ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

ওসমান হোসাইন, কর্ণফুলী:

“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামের কর্ণফুলীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

রোববার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) পিযুষ কুমার চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী।

 

এই সময় আরো উপস্থিত ছিলেন
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুম্মান তালুকদার,মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর,সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ সবুর, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান,পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.সোমা চৌধুরী.কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা.সিলমা চৌধুরী,ডা. আশফাক. প্রোগ্রাম অফিসার স্বর্ণা আকতার,সেনেটারি ইন্সপেক্টর মনোয়ারা বেগম প্রমূখ।

 

এছাড়াও উপজেলা সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

২০১৬ সাল থেকে সরকারি কর্মচারীদের উদ্ভাবনী ও কৃতিত্বপূর্ণ কাজে উৎসাহ দেওয়ার জন্য দেশে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন করা হয়। জাতিসংঘ ২৩ জুন করলেও বাংলাদেশ দিবসটি পালন করে ২৩ জুলাই

 

এইচ এম কাদের, সিএনএন বাংলা ২৪