ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের ‘আনন্দে বাঁচি’ মেতেছে জনসাধরাণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :

অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের আয়োজনে ‘আনন্দে বাঁচি’ শিরোনামে স্বাস্থ্য সচেতনতামূলক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।

 

গত শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে চট্টগ্রাম সিটির জামালখান ওয়ার্ডের ডা. খাস্তগীর স্কুলের সম্মুখস্থ রাস্তার পাশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় দ্য মামার্সের শহিদুল মুরাদ, নাটকের দল সেবানিকেতন থিয়েটার, গানের দল ক্ষেপ ও জাদুকর ফয়সাল। সঞ্চালনা করেন বাচিকশিল্পী ফায়রুজ চৌধুরী।

 

ছুটির দিন হওয়ায় নগরবাসীর মধ্যে কৌতুহল, আনন্দ আর জিজ্ঞাসার সংমিশ্রণে দারুণ জমে উঠেছিল। অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল সামাজিক দায়বদ্ধতা থেকে স্বাস্থ্য সচেতনতামূলক এ অনুষ্ঠান আয়োজন করে। সর্বসাধারণের মাঝে হৃদরোগ সস্পর্কে ব্যাপক সচেতনতা তৈরি করাই তাদের উদ্দেশ্য। একই সাথে পুরো বাংলাদেশের মানুষকে হৃদরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে spondon.net নামের ওয়েবসাইটের মাধ্যমে বিশেষ সেবা ও স্বাস্থ্য পরামর্শ দিচ্ছেন।

 

এসময় উপস্থিত শিক্ষিকা রোজি আক্তার বলেন, ‘এখানে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জেনে খুবই উপকৃত হলাম। তাদের ফ্রি পরামর্শ সেবা জনহিতকর।’

 

রোজি আক্তারের মত এমন অনেককেই ‘আনন্দে বাঁচি’ অনুষ্ঠানের সাথে একাত্ম হয়ে বলতে শোনা যায় ‘জীবনটাই আনন্দের, আনন্দেই বাঁচতে হবে’।ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করে মূকাভিনয় সংগঠন ‘প্যান্টোমাইম মুভমেন্ট’।

 

অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের চিফ মার্কেটিং অফিসার অমিতাভু ভট্টাচার্য্য ও বিজনেস ডেভেলপমেন্ট টিমের সংশিষ্টরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সামিয়াল রাইদাদ অর্ণব সবাইকে ধন্যবাদ জানান।

 

 এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪