ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়ায় জাতীয় পাটির উপজেলা দিবস পালিত

আবদুল হাকিম রানা, পটিয়া :

পটিয়ায় উপজেলা জাতীয় পাটির উদ্যোগে উপজেলা দিবস পালিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পাটির আহবায়ক ফরিদ আহমদ চৌধুরী। সদস্য সচিব হান্নান চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, নাছির উদ্দিন, মোহাম্মদ হোছাইন, নাজিম উদ্দিন মজুমদার, নুর হোসেন সওদাগর, রনজিৎ ভট্টাচার্য কালু, রাজিব চৌধুরী রাজু, বীর মুক্তিযোদ্ধা প্রিয়তোষ চৌধুরী, নেজাম সওদাগর, নুরুল আলম, মোঃ শহীদুল্লাহ্, আবু ছৈয়দ, আবু সালেক, মোঃ কাসেম প্রমুখ।

এতে বক্তারা বলেন, ৯ বছরের সফল রাষ্ট্রনায়ক, সাবেক প্রয়াত প্রেসিডেন্ট জাতীয় পাটির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদ উপজেলা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করে জনগনের দোরগোড়ায় শাসন ব্যবস্থার সুফল পৌঁছে দিয়েছিলেন। যার সুফল জনগন এখনও ভোগ করছে। তারা আগামী নির্বাচনে জাতীয় পাটির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সভায় তথ্য প্রকাশ করেন। তারা পটিয়ার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে জাপার দূর্গ গড়ে তোলার আহবান জানান ।

 

 

সিএনএন বাংলা২৪

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট