ই-পেপার | বুধবার , ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, গন্ডামারার মনিরুল গ্রেপ্তার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী :

 

গোপন সংবাদে খবর পেয়ে বাঁশখালী উপজেলার গন্ডামারায় এস আলম পাওয়ার প্লান্টের ৩ নম্বর গেইটের পূর্ব পাশে শামশুল আলমের পরিত্যক্ত সেমিপাকা খামারবাড়িতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ মনিরুল ইসলাম (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তার মনিরুল ইসলাম উপজেলার গন্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সোনার বাপের বাড়ীর কালু মিয়ার পুত্র।

 

পুলিশ জানায়, প্রকাশ্যে অস্ত্র নিয়ে আসামী মনিরুল ইসলামের ঘোরাফেরার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তিনি গন্ডামারা এলাকায় প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে জনমনে ভীতি প্রদর্শন করতো বলে জানা যায়। সর্বশেষ গোপন সংবাদে খবর পেয়ে শনিবার রাতে এস আলম রোডের দক্ষিণে শামশুল আলমের পরিত্যক্ত খামারবাড়ির পাশে রুমের ভেতরে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি এলজিসহ তাকে গ্রেপ্তার করা হয়। এসময় কাঠের বাটসহ লম্বা ১২ ইঞ্চি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

 

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন বলেন, গ্রেফতার আসামী মনিরুল ইসলামের বিরুদ্ধে বাঁশখালী থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা রজুপূর্বক আদালতে সোপার্দ করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪