ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বেগমজান হাইস্কুলে বিজয় দিবসের আলোচনা সভা

হোসেন বাবলা, চট্টগ্রাম :

চট্টগ্রাম বন্দর নগরীর ঐতিহ্যবাহী হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, দ্বাদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-১১আসনে স্বতন্ত্র প্রার্থী হাজী জিয়াউল হক সুমন বলেছেন, ভোটে নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে বন্দর-ইপিজেড পতেঙ্গা অঞ্চলে একটি ভালো মানের হাসপাতাল প্রতিষ্ঠা করা।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ পূণর্মিলনী‌ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র, আঃ লীগ নেতা মোঃ মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চসিকের প্যানেল মেয়র মিসেস আফরোজা কালাম, জাতীয় শ্রমিক লীগের নেতা, সাবেক কাউন্সিলর হাজ্বী মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ মোরশেদ আলী, ৪১নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী ছালেহ আহমদ চৌধুরী, নগর আওয়ামী লীগের সদস্য হাজী মোঃ হারুন উর রশীদ, ইপিজেড থানা আঃ লীগের সভাপতি হাজী সুলতান নাছির উদ্দিন, বন্দর থানা আঃ লীগ নেতা শাহনেওয়াজ চৌধুরী, অধ্যক্ষ কামরুল ইসলাম, ৩৮নং ওয়ার্ড আঃ লীগের হাজী মোঃ হাসান, আবু নাছের রনি, সাহেদ বশর, এম হাসান মুন্না।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের শাহ নিজাম উদ্দিন মামুন, মোঃ মামুন, খোরশেদ আলম, আঃ আজিম, মোর্শেদ হোসেন, মোঃ ওমর ফারুক, মোঃ মুছা আলম, মনজুর আলম, দিদারুল আলম দিদার, নূরুল আলম টেন্ডল, শিক্ষিকা কামরুন্নেসা, আফরোজা খানম, জাকির মিয়া, আলী নেওয়াজ, জাবেদ হোসেন, আলাউদ্দিন ফারুক, ইব্রাহিম খলিল বাদশা, মোঃ জহুরুল ইসলাম, মোঃ ইরান, জামাল হোসেন, মুক্তিযোদ্ধা শামসুল হক, মাহাবুবুল হক হিরু, মোঃ ইলিয়াস, মুক্তিযোদ্ধা সিরাজুল হক মানিক।
শেষে মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।