ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গুইমারায় গৃহবধূর আত্নহত্যা,স্বামী পলাতক

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্নহত্যা করেছে। জানা যায়, মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর সকালে জালিয়াপাড়া গ্রামের রাজমিস্ত্রী আলীর ছেলে রবিনের স্ত্রী ইসরাত জাহান মনি (১৯) পারিবারিক কলহের কারণে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে । টের পেয়ে পুলিশ আসার আগেই বাড়ীর মালিক লাশ নামিয়ে ফেলে।

 

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব চন্দ্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরও বলেন পারিবারিক কলহের কারণে আত্নহত্যা সংঘটিত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। সব বিষয় ক্ষতিয়ে দেখা হচ্ছে।আত্নহত্যার পর স্বামী রবিন পলাতক রয়েছে।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা ২৪