ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে ভোক্তার অভিযানে জরিমানা আদায়

সালেহ আহমদ (স’লিপক), সিলেট:

মৌলভীবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ন্যায্য দামে স্যালাইন ও আলু প্রাপ্তি নিশ্চত করার লক্ষে তদারকি অভিযান ও জরিমানা আদায় করা হয়েছে।

 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) মৌলভীবাজার সদর উপজেলার আফরোজগঞ্জ বাজার, শেরপুরসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রেতা ও ফার্মেসীতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও খাদ্যপন্য বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ২টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে শেরপুর ফাঁড়ির পুলিশের সহযোগিতায় নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ন্যায্যমূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিতে এ কার্যক্রম পরিচালিত হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪