ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে গবাদিপশু ও ১৮ হাজার ইয়াবাসহ নারী আটক

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির ধারাবাহিক পৃথক অভিযানে ১৮ হাজার পিস ইয়াবাসহ রাবিয়া নামের এক নারী মাদক কারবারি আটক হয়েছে। অপরদিকে সীমান্তের দোছড়ি ইউপির হরিনখাইয়া ও ফুলতলি সীমান্ত থেকে গরু ও মহিষ আটক করা হয়েছে।

 

বুধবার (১৩ সেপ্টেম্বর ) সকাল ও দুপুরে বিজিবি জোয়ানরা পৃথক অভিযান পরিচালনা করেন। বেলা ১২ টায় নাইক্ষ্যংছড়ি বাজার এলাকা থেকে ১৭ হাজার ৮শ ৪৩ পিচ ইয়াবা টেবলেটসহ ওই নারীক আটক করেন।

ওই নারী উপজেলার সদর ইউপির চেরারকুল এলাকার মোক্তার আহমদের স্ত্রী।

 

বিজিবি সূত্রে জানা যায়, রাবিয়াকে আটকের পর তল্লাশি করে তার কাছ থেকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৩৩ লক্ষ টাকা। সন্ধ্যায় আটক মহিলাকে ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে বিজিবি। অপরদিকে লেমুছড়ি ও ফুলতলী বিজিবি জোয়ানরা দুইটি মহিষসহ অনুমানিক ২ ডজন গরু আটক করা হয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্রে জানিয়েছে।

 

১১বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল সাহল আহমেদ নোবেল এসি,সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় ইয়াবা গবাদিপশু আটকে সক্ষম হন বিজিবি। তবে বিজিবির অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪