ই-পেপার | শনিবার , ১লা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা দিলো টেকনাফ উপজেলা প্রেসক্লাব

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ:

কক্সবাজার জেলা প্রেসক্লাবের আজীবন সম্মানিত সদস্য মনোনীত হওয়ায়, টেকনাফের কৃতি সন্তান, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এবং কোস্ট ফাউন্ডেশনের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা দিয়েছে টেকনাফ উপজেলা প্রেসক্লাব।

 

শুক্রবার (১৪জুলাই) বিকেলে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে উক্ত সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী।

 

সংবর্ধিত অতিথি ছিলেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের আজীবন সম্মানিত সদস্য, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এবং কোস্ট ফাউন্ডেশনের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম।

 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সস্পাদক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচএম এরশাদ।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ফরিদুল আলম শাহীন, অর্থ সম্পাদক জাহেদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) টেকনাফ উপজেলা শাখার সাধারন সম্পাদক নজরুল ইসলাম খোকন, বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র আরেফা বেগম, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর হোছন আহমদ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪