ই-পেপার | রবিবার , ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মাহমুদুল্লাহ রিয়াদ ময়মনসিংহ

বৃহস্পতিবার ২২ জুন ২০২৩ তারিখ ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স কল্যাণ শেডে জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভার শুরুতে পবিত্র কোরআন ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের পক্ষ থেকে বিভিন্ন সময় শাহাদাৎ বরণকারী পুলিশ সদস্য এসআই মোস্তাফিজুর রহমান, কনস্টেবল মনিরুজ্জামান, কনস্টেবল নুরুল ইসলাম ও কনস্টেবল শহীদুল ইসলাম-বৃন্দের স্ত্রীদেরকে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়। তিনি ও অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জনাব রায়হানুল ইসলাম কেন্দ্রীয় মেধাতালিকা অনুসারে এএসআই থেকে এসআই পদে পদোন্নতিপ্রাপ্ত দুইজন পুলিশ সদস্য এসআই(নি:) শরীফ আহমেদ ও এসআই(স:) জাহাঙ্গীর আলম-দ্বয়কে র‍্যাঙ্কব্যাজ পরিয়ে দেন। জেলা পুলিশের মোট ৬ জন সদস্যকে অবসরজনিত বিদায় সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়; তারা হলেন- এএসপি মো: আইয়ুব আলী, কং মো: আসাদুজ্জামান, কং মো: জাহাঙ্গীর আলম, কং শ্রী হাজং চন্দ্র ধর, কং মো: শাহাদত হোসেন ও কং এস এম মঞ্জুরুল ইসলাম। এছাড়াও কর্তব্য পালনকালে আত্মোৎসর্গকারী পুলিশ সদস্য মো: রফিকুল ইসলামের স্ত্রীকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়৷

এরপর মে ২০২৩ মাসের বিভিন্ন আভিযানিক সাফল্য ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে গৃহীত বিভিন্ন কার্যক্রমের মানদন্ডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দকে সম্মাননা স্মারক ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন- ১. শ্রেষ্ঠ সার্কেল অফিসার- আফরোজা নাজনীন, অতিরিক্ত পুলিশ সুপার, গফরগাঁও সার্কেল, ২. শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ- মোঃ আব্দুল মজিদ, অফিসার ইনচার্জ মুক্তাগাছা থানা।

৩. শ্রেষ্ঠ এসআই- এসআই (নিঃ) মোঃ রুবেল মিয়া, কোতোয়ালী মডেল থানা, ৪. শ্রেষ্ঠ এএসআই- এএসআই (নিঃ) মোঃ হুমায়ন কবির, কোতোয়ালী মডেল থানা,৫. শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার- এসআই (নিঃ) মোঃ শাহীন মিয়া, মুক্তাগাছা থানা,

৬. শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার- সার্জেন্ট এসএম শওকত হোসেন, সদর ট্রাফিক, ৭. ডাকাতি প্রস্তুতি মামলার আসামী গ্রেফতার, গাড়ী ও ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার- মোঃ কামাল হোসেন, অফিসার ইনচার্জ, ভালুকা মডেল থানা ও এসআই/ মোঃ আঃ করিম, ভালুকা মডেল থানা,

৮. চুরি মামলার আসামী গ্রেফতার, পিকআপ গাড়ী সহ গরু উদ্ধারের জন্য বিশেষ পুরস্কার- এসআই(নিঃ) রেজাউল আমীন বর্ষন, এসআই(নিঃ) মোঃ ইকবাল হোসেন, পিপিএম, এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান, এসআই (নিঃ) পরিমল চন্দ্র সরকার, পিপিএম, এসআই(নিঃ) কমল সরকার, এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান, কং/১৬৭৭ রহুল আমিন, কং/৫৫৯ শাহীদ চৌধুরী, বিপিএম, কং/৬৬৫ ঝলমল পাল, কং/১৬৭৮ এমেল মিয়া, কং/১১১১ হৃদয় হাসান ও কং/৫৩৩ রাশেদুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা,

৯. বৈদুতিক মিটার চুরির ঘটনায় ১৪টি মিটার উদ্ধার ও আসামী গ্রেফতারের জন্য বিশেষ পুরস্কার- এসআই (নিঃ) মোফাখখির উদ্দিন, এসআই (নিঃ) মোঃ সুমন মিয়া, এএসআই(নিঃ) মোহাম্মদ আলমগীর ও কং/১৩৫৪ রাসেদুল ইসলাম, ফুলপুর থানা,

 

১০. যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট তামিল-এসআই/ মোঃ মনিরুজ্জামান, কোতোয়ালী মডেল থানা, এএসআই/ হুমায়ন কবির, কোতোয়ালী মডেল থানা, এএসআই/ মোহাম্মদ ইমদাদুল হক, ফুলবাড়ীয়া থানা,

 

১১. প্রশংসনীয় গোয়েন্দা কার্যক্রমের জন্য- ওয়াচার কং/৫২১ মোঃ আবু কাওছার মিয়া, জেলা বিশেষ শাখা, ১২. শ্রেষ্ঠ গ্রাম পুলিশ (চৌকিদার)- শ্রী চন্দন দাস, গ্রাম পুলিশ (চৌকিদার) ২নং কুষ্টিয়া ইউনিয়ন, কোতোয়ালী মডেল থানা।

কল্যাণ সভার পরবর্তী পর্যায়ে পুলিশ সুপার মহোদয় সকল থানা-ফাঁড়ি ও অন্যান্য ইউনিটসমূহে ফোর্সের জীবনমান, খাবার, পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত সমস্যা ও সেগুলোর সমাধানকল্পে বাস্তবসম্মত নির্দেশনা প্রদান করেন। জেলা পুলিশ হাসপাতাল, ময়মনসিংহের সেবা ব্যবস্থা ও সক্ষমতা নিয়ে গঠনমূলক আলোচনা শেষে হাসপাতালের চিকিৎসক জনাব মায়মুনা মাহমুদ ফোর্সের শারীরিক সুস্থতার ব্যাপারে কিছু পরামর্শ প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় নিজের বক্তব্যে ফোর্সের উন্নয়নমূলক বিবিধ দিক-নির্দেশনার পাশাপাশি ঈদের ছুটি মোটরসাইকেল নিয়ে বাড়িতে গমনে কঠোর নিষেষ আরোপ করেন। এছাড়া আসন্ন ঈদের নিরাপত্তা ও ট্রাফিক ডিউটি পালনকালে সর্বোচ্চ ধৈর্য্য, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার ব্যাপারে তিনি গুরুত্বারোপ করেন। পরিশেষে সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি কল্যাণ সভা সমাপ্ত করেন।

 

 

এইচ এম কাদের, সিএনএন বাংলা ২৪