ই-পেপার | বুধবার , ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফে লক্ষাধিক ইয়াবার চালান নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার

কোহিনূর হেলাল, কক্সবাজার :

 

কক্সবাজার জেলার টেকনাফ থানার সদর উপজেলার শিলবুনিয়া পাড়া এলাকা থেকে টমটম সহ এক জন মাদক কারবারী কে আটক করেছে কক্সবাজার জেলা পুলিশ।

 

গ্রেফতারকৃত আসামী হলেন টেকনাফ সদর উপজেলার শিলবুনিয়া পাড়া এলাকার মো: ইউনুসের পুত্র মোহাম্মদ নুরুল ইসলাম,প্রকাশ নুরু(৩৫)।

 

বুধবার পুলিশ তাদের ইন্টিলিজেন্স টিমের গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় একজন মাদক কারবারী মাদকের একটি বড় চালান সীমান্ত এলাকা হইতে কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে পাচার করবে। উক্ত সংবাদের ভিত্তিতে ২১ ফেব্রুয়ারী আনুমানিক ৭:২০ ঘটিকার সময় উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব রাসেলের নেতৃত্বে টেকনাফ মডেল থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

 

অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ধৃত আসামী নুরুল ইসলাম প্রকাশ নুরু (৩৫) টমটম গাড়িটি নিয়ে দ্রুত পলায়নের চেষ্টা করে। পুলিশ গাড়িটি অনুসরণ করে ১০/১২ কিমি যাওয়ার পরে শিলবুনিয়া পাড়ায় (দক্ষিন মাথা) পৌছালে পুলিশ ধৃত আসামী নুরুল ইসলাম নুরু (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

গ্রেফতারের সময় তাদের হেফাজত থাকা সর্বমোট এক লক্ষ দশ হাজার (১,১০,০০০) পিস ইয়াবা ও একটি টমটম ( ইজিবাইক) উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ আটককৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।