আবদুল হাকিম রানা, পটিয়া
চট্টগ্রামের পটিয়ায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন।
প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি।
বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, সহকারী মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার, সহকারী কর্মকর্তা পারভীন আকতার, স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথ প্রমুখ।
এতে প্রধান অতিথি হুইপ সামশুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার সকল আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের যোগ্য সহযোগী ও প্রেরণাদাতা ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। তার এ অবদান যুগে যুগে মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।পরে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।