ই-পেপার | শনিবার , ১লা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফে মাদরাসাছাত্র মোহাম্মদ নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি :

 

কক্সবাজারের টেকনাফ উপজেলা সদর থেকে মোহাম্মদ নামের এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর থেকে ওই ছাত্র নিখোঁজ রয়েছে বলে তার পরিবার জানিয়েছে।

 

নিখোঁজ মোহাম্মদ টেকনাফ সদরে অবস্থিত জামেয়া ইসলামিয়ার হেফজ বিভাগের ছাত্র।

 

সে টেকনাফের নাজিরপাড়ার আবু তাহের ও নুর মেহেরের পুত্র। এবিষয়ে টেকনাফ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন নিখোঁজ শিশুটির পিতা আবু তাহের।

 

কেউ শিশুটির সন্ধান পেলে ০১৮১৬৪৬৯৯৩২ নাম্বারে কল করে জানানোর অনুরোধ জানিয়েছে শিশুটির পিতা।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪