ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামুতে কবরস্থান দখলমুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন

জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি :

 

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বৃহত্তর তিতার পাড়া এলাকার একটি প্রাচীন কবরস্থান দখলমুক্ত করতে এলাকাবাসী বিশাল মানববন্ধন করেছে। শুক্রবার (২৪ নভেম্বর) জুমার নামাজের পর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ৬ সমাজের উদ্যোগে কবরস্থান সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

এতে বক্তারা বলেন, দীর্ঘদিনের প্রাচীন কবরস্থানটি মূলত বনবিভাগের জায়গায় স্থাপন করা হয়। একটি পরিবার এ কবরস্থানের জায়গা দখল করে বাড়ি নির্মাণ ও সীমানা দেওয়ার প্রতিবাদে এ মানববন্ধন করেছে এলাকাবাসী। তারা বলেন, কচ্ছপিয়া ইউনিয়নের বৃহত্তর তিতার পাড়ার ৬ সমাজের মানুষের একমাত্র এ কবরস্থান। এই জায়গা কবরস্থানের নামে সামাজিক বনায়ন করার জন্য বনবিভাগ বনায়নের দলিল পত্র হয়। অথচ একটি পরিবার এলাকার কোন মানুষ কবরে দিতে বাঁধা প্রদান করায় এলাকাবাসী প্রশাসনের মাধ্যমে দখল মুক্ত করতে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় তারা আরে বলেন যে, জায়গা দখল করে বাড়ী ও সীমানা নির্মাণ করা হয়েছে তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভেঙে ফেলার দাবি জানান। না হলে আরো কঠোর কর্মসূচি করার হুঁশিয়ারি দেন।

 

বৃহত্তর তিতার পাড়ার ৬ সমাজের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার শাহজাহান সিরাজ শাকিল, সমাজ সেবক মোজাফফর আহমদ, হাফেজ মোঃ শহিদুল্লাহ, শ্রমিক নেতা হেলাল উদ্দীন,আবু বক্কর, ছাত্রনেতা মোঃ ইমরান, নুরুল আলম প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক বাহাদুর, মোঃ মিজানুর রহমান, মোঃ শফি, মোঃ আইয়ুব ও সমাজের গন্যমাণ্য ব্যক্তিবর্গসহ অসংখ্য মানুষ মানববন্ধনে অংশ নেন।