ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির আয়োজনে কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গুনিয়া উপজেলাধীন শাখা কমিটিসমূহের সঙ্গে সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ আগষ্ট) সকালে উপজেলা অডিটোরিয়ামে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাঙ্গুনিয়া- রাঙ্গামাটির সমন্বয়কারী মুহাম্মদ হারুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য মুহাম্মদ মনজুরুল ইসলাম চৌধুরী, সদস্য তাজ মোহাম্মদ মিয়া মেম্বার, সদস্য মীর শফিউল আলম নেজামী, সদস্য এসএম মুহিবুল্লাহ, সদস্য প্রফেসর সৈয়্যদ আবু তাহের, ইসলামপুর ইউনিয়ন শাখার উপদেষ্টা আল্লামা মোজাম্মেল হোসাঈন নঈমী কলন্দরি।
স্বাগত বক্তব্য দেন রাঙ্গুনিয়া-রাঙ্গামাটি সাংগঠনিক সমন্বয়কারী মাওলানা সৈয়দ আবু আহমদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সমন্বয়কারী মুহাম্মদ শহিদুল আলম আরিফ।

 

বক্তারা বলেন, রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে সংগঠনের সাংগঠনিক কর্যক্রম বাড়াতে হবে। বিভিন্ন সময়ে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় ঘোষিত বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যেতে হবে।

 

এইচ এম কাদের,সিএনএ বাংলা২৪