ই-পেপার | শনিবার , ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আবুল ফজল ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা : গুণীকে সম্মান দেয়া না হলে গুণীজন সৃষ্টি হয়না

সেলিম উদ্দীন:

কক্সবাজারের ঐতিহ্যবাহী হযরত মওলানা আবুল ফজল (রাঃ) ফাউন্ডেশনের পক্ষ থেকে ২ গুণিজনকে সংবর্ধনা দেয়া হয়েছে।

 

ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সাবেক সিনিয়র সচিব (অবঃ) হেলালুদ্দিন আহমদ বিপিএসসির সদস্য ও সদস্য সচিব কক্সবাজার সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ সোলাইমান কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় উভয়কে ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সম্বর্ধনা প্রদান করা হয়।

 

৮ সেপ্টেম্বর (শুক্রবার) কক্সবাজারস্থ হোটেল শৈবালের হল রুমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ডাঃ ফজলুল কবির।

 

ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ অধ্যক্ষ ডাঃ কাজী শওকতুর রহমানের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাসান নছর উল্লাহ।

 

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হেলাল উদ্দিন ও মুহাম্মদ সোলাইমানকে সম্মাননা স্মারক তুলে দেন ফাউন্ডেশনের সভাপতি ডাঃ ফজলুল কবির।

 

অনুষ্ঠানে আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মুসাদ্দেক আহমদ, চট্টগ্রাম এক্সিম ব্যাংকের তত্বাবধায়ক কাজী মুর্শেদ নেওয়াজ ডিকু, নাইক্ষংছড়ি সরকারি কলেজের প্রভাষক কেএএম মুজিবুর রহমান, কক্সবাজার পিটিআই ইন্সটেকক্টর আমির উদ্দিন খোকন, সম্বর্ধিত অতিথি মুহাম্মদ সোলাইমান ও মুহাম্মদ হেলালুদ্দিন আহমদ বক্তব্য রাখেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪