ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে কটুক্তির দায়ে বৃদ্ধ খুন, অভিযুক্ত গ্রেপ্তার

বাঁশখালী, প্রতিনিধি, চট্টগ্রাম :

বাঁশখালীতে পাগল বলে কটুক্তি করায় এক বৃদ্ধ খুন হয়েছেন। ঘটনার ৩০ মিনিট পর অভিযুক্ত নুরুল আজিজ সিকদারকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গণ্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাদিরপাড়ার সিকদার বাড়ির মৃত মোক্তার আহমদের ছেলে। অপরদিকে নিহত বজলুল হক (৬২) একই এলাকার মৃত বশিরুল হকের ছেলে। মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টায় গণ্ডামারা ইউনিয়নের গণ্ডামারা বাজারের গাউছিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর
স্থানীয় সূত্রে জানা যায়, গণ্ডামারা বাজারের গাউছিয়া হোটেলে চা খাচ্ছিলেন বজলুল হকসহ কয়েকজন ব্যক্তি। কিছুক্ষণ পর ওই হোটেলে আসেন নুরুল আজিজ সিকদার। এসময় নুরুল আজিজ উচ্চস্বরে কথা বলতে থাকেন। বজলুল হক তাঁকে উচ্চস্বরে কথা না বলার জন্য বারণ করেন। এরপরেও উচ্চস্বরে কথা বলায় বজলুল হক আজিজকে ‘নতুন পাগল ভাত পাচ্ছে না, পুরান পাগলের আগমন’ বলে হাসিঠাট্টা করেন। এতে আজিজ ক্ষিপ্ত হয়ে চায়ের দোকানের ক্যাশ বাক্সে থাকা ছুরি নিয়ে বজলুল হকের পেটে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন বজলুল। তাৎক্ষণিক তাকে স্থানীয়রা বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, ‘ঘাতক নুরুল আজিজ সিকদারকে ঘটনা সংগঠিত হওয়ার আধা ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বজলুল হকের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

এ নিয়ে বাঁশখালীতে গত ২৪ ঘন্টার মধ্যে দুটি পৃথক খুনের ঘটনা ঘটলো। রোববার (৯ জুলাই) রাতে বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া গ্রামের ঘোনাপাড়া এলাকায় নিজ বসতঘর থেকে রাশেদা বেগম (৫০) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চৌকিদারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। নিহত রাশেদা বেগম চেচুরিয়া গ্রামের ঘোনাপাড়ার নুরুল ইসলামের স্ত্রী। তিনি দুই মেয়ে সন্তানের জননী।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪