ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। ৬ লাখ টাকার ক্ষতি।

আবু নাসের খান লিমন,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সাতঘড়িয়ায় বিদ্যুৎতের সর্ট সার্কিটের কারনে একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামের জাকির হোসেন খান মাতিনের বাসায় শনিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘরে থাকা নগদ আড়াই লাখ টাকাসহ সাড়ে ৬ লাখ টাকার মালামাল আগুনে পুঁড়ে বিনষ্ট হয়ে গেছে।

 

জাকির হোসেনের ছোট ভাই হালিম খান জানান, শনি বার বিকাল সাড়ে ৩টার দিকে হঠাৎ ঘরে আগুন ধাউধাউ করে জ্বলে উঠে। পরে আশপাশে থাকা সবাই মিলে পানি দিয়ে আগুন নিভানোর জন্য প্রানপন চেস্টা করি। তবে এরই মধ্যে চোখের সসমনে সবকিছু পুঁড়ে ছাঁই হয়ে যায়। এসময় ঘরে থাকা আড়াই লাখ টাকাসহ সাড়ে ৬ লাখ টাকার মালামাল পুরে যায়।

 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বিদ্যুৎতের সর্ট সার্কিট থেকে এ অগুনের সূত্রপাত হয়। আমার ভাইয়ের পরিবার এ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেলো। পড়নের জামা কাপড় ছাড়া আর কিছুই নেই তাদের।

 

এদিকে ফায়ার সার্ভিসকে খবর জানানো হলে ঘটনাস্থলে তাদের পৌঁছানোর আগেই সব পুঁড়ে যায় বলে জানান ফায়ার সার্ভিস