ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কার্তিককে অতীত করে সাবেক প্রেমিকের সঙ্গে লন্ডনে সারা

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন সারা আলি খান। তবে সেই প্রেম বেশি দূর গড়ায়নি।

কার্তিকের আগেও প্রেমে হাবুডুবু খেয়েছিলেন সাইফ তনয়া। সেটা ছিল শিখর পাহাড়িয়ার ছোট ভাই বীরের সঙ্গে।
তবে কার্তিককে অতীত করে দিয়ে সেই বীরের সঙ্গেই ফের ডেটিংয়ে যাচ্ছেন সারা। তাও কিনা একেবারে দেশের সীমানা ছাড়িয়ে লন্ডনে!

সিনেমায় এখনও পা রাখেননি বীর পাহাড়িয়া। তবে নিজেকে প্রস্তুত করছেন। সব দিক থেকেই সাপোর্ট রয়েছে তার।

মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি বীর এবং ব্যবসায়ী সঞ্জয় পাহাড়িয়ার ছেলে।

বীরের সঙ্গে প্রেম ছিল সারার , তা সবারই জানা।

২০২০ সালে সারা একপ্রকার স্বীকার করেই নিয়েছিলেন যে, তিনি বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন। এমনকি, ‘কফি উইথ কর্ণ’ শোয়ে এসেও সে ব্যাপারে উল্লেখ করেন।

এরই মধ্যে শোনা গিয়েছিল, তারা আলাদা হয়ে গিয়েছেন। তবে, সম্প্রতি বীরের সঙ্গে সারার লন্ডন ভ্রমণের ছবি দেখে ফের গুঞ্জন শুরু হয়েছে।

এ গুঞ্জনে যুক্ত হয়েছেন আরেক বলি অভিনেত্রী জাহ্নবী কাপুর। কারণ, বীরের বড় ভাই শিখর পাহাড়িয়ার সঙ্গে এক রকম ঘোষণা দিয়েই প্রেম করছেন শ্রীদেবীকন্যা। আর সারা ও জাহ্নবী একে অপরের বেশ ঘনিষ্ঠ বান্ধবী।

তাই গুঞ্জন চলছে হালের দুই অভিনেত্রী, দুই ঘনিষ্ঠ বান্ধবী কি ভবিষ্যতে দুই জা হতে চলেছেন?

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা