ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রামুতে কাজলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার:

কক্সবাজারের রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

সোমবার ৮ এপ্রিল স্বপ্নপূরী কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন রামু উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাষ্টার নুরুল আমিন, তপন বড়ুয়া, নুর হোসেন মেম্বার, নুরুল ইসলাম বকুল, মৃনাল বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেলিম, সুর্জন শর্মা, নুরুল কবির হেলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুচ রানা চৌধুরী।

উপস্থিত ছিলেন শেখ জুনায়েদ বিপ্লব, নুরুল হক চৌধুরী, অর্থ সম্পাদক নুরুল আলম সিকদার, রামু উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, ভাইস চেয়ারম্যান সালা উদ্দিন, রামু উপজেলা যুবলীগ সভাপতি পলক বড়ুয়া আপ্পু, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা, ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী নুরুল আলম, সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদ, কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হোসেন, রশিদ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজল আহমদ বাবুল, সাধারণ সম্পাদক সায়েম মোহাম্মদ শাহিন জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল বোরহান উদ্দিন শাহান, রাজারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুদীপ শর্মা, কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুর ইসলাম, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামী লীগের আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল,গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউছুপ মেম্বার, সাধারণ সম্পাদক শাহরান চৌধুরী মারুফ,চাকমারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, এড শাহরিয়ার চৌধুরী নিক্সন, এস এম জয়নাল আবেদীন, হাজী বশির আহমেদ, সাইফুল ইসলাম সাবেক মেম্বার, কৃষক লীগ সাধারণ সম্পাদক ফরিদুল আলম, ওবাদুল হক, জহির আলা উদ্দিনসহ সর্বস্তরের জনসাধারণ ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।

ইফতারের আগে দেশ ও জাতির উত্তরোত্তর সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।