ই-পেপার | মঙ্গলবার , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে অনুর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

তৃনমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় শ্রীমঙ্গলে অনুর্ধ্ব-১৫ বালকদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মে) জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

 

জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ফুটবল প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে জেলা ক্রীড়া অফিস মৌলভীবাজার কর্তৃক পুরস্কার ও ট্রফি বিতরণ হয়।

 

জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি রায়হান আহমদ এর সভাপতিত্বে ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার।

জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ ও জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারী সহ শ্রীমঙ্গল উপজেলার বিশিষ্ট ক্রীড়ানুরাগী ব্যক্তিগণ এসময় উপস্থিত ছিলেন।