ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিসপ’র আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম অফিস:

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার রাতে হালিশহরে অনুষ্ঠিত হয়।

 

আলহাজ্ব শেখ আলাউদ্দিনের সভাপতিত্বে ও মনির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর মো: আবুল হাশেম। প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর কৃষকদলের সদস্য সচিব কামাল পাশা নিজামি। বিশেষ অতিথি জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো: জাহিদুল ইসলাম জাহেদ, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য মো: হুমায়ুন কবির, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ ইসলাম, বিএনপির নেতা আবুল কালাম আজাদ সেলিম।

 

সভায় প্রধান অতিথি মো: আবুল হাশেম বলেন, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ বর্তমান ঘুনে ধরা সমাজে সংস্কারক হিসেবে বলিষ্ট ভূমিকা রাখবে।জিয়াউর রহমানের ১৯দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহবান জানান তিনি। তিনি ১ দফার আন্দোলনে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ারও আহবান জানান।

 

প্রধান বক্তা নিজাম উদ্দিন কামাল পাশা বলেন, সংগ্রামী চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আমাদের ১দফার কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। তিনি শেখ হাসিনার পদত্যাগসহ সকল কর্মসূটিতে সকল অঙ্গ সংগঠনের বলিষ্ট ভূমিকা রেখে রাজপথের মধ্যেই ফয়সালা করতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

 

সভায় বক্তব্য রাখেন এনামুল অভি, মানিক, জয়নাল আবেদীন মানিক, বিএনপিনেতা মোঃ রফিকুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ইমরান,আবদুর রহিম, আলী আজম, মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ রাসেল  প্রমুখ।

 

আলোচনা সভার শুরুতে দেশ ও জাতির কল্যাণ কামনায় এবং দেশনেন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪