ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারে আ’লীগের আরও ৮ নেতা বহিষ্কার

সিএনএন বাংলা২৪, কক্সবাজার:

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কক্সবাজার পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড শাখার আরও ৮ নেতাকে বহিস্কার করা হয়েছে।

কক্সবাজার পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থীর বিরুদ্ধাচারণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এদের বহিষ্কার করা হয় দলীয় সূত্রে জানা গেছে।

বহিস্কৃতরা হলেন- কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মৃদুল কান্তি নাথ, সদস্য মোঃ ফারুক, ৩নং ওয়ার্ড শাখার সদস্য শেখ আবদুল্লাহ, ৫নং ওয়ার্ড শাখার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল কাসেম, ১০ নং ওয়ার্ড শাখার সিনিয়র সহসভাপতি হাজী মোঃ ইসমাইল, সহসভাপতি অপূর্ব বিকাশ ধর, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আরিফ উদ্দিন ও সদস্য সৈয়দ হোসেন।

প্রসঙ্গত, একই অভিযোগে গত তিনদিন পূর্বে কক্সবাজার পৌরসভার বিভিন্ন শাখার আরও ১৩ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। এছাড়া নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি থেকেও ১২ নেতাকে বহিষ্কার করা হয়।