ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারী সাংবাদিক কেন্দ্রের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন সম্পন্ন

চট্টগ্রাম অফিস :

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন সম্পন্ন হয়েছে।

সম্মেলনে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক ডেইজি মউদুদ সভাপতি, লতিফা আনসারী রুনা সাধারণ সম্পাদক, চিংমে প্রু মারমা যুগ্ম সম্পাদক ও ফেরদৌস লিপিকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

 

সম্মেলনে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক। সম্মেলন উদ্বোধন করেন নারী সাংবাদিক কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি নাসিমুন আরা হক মিনু। বিশেষ অতিথি ছিলেন নারী সাংবাদিক কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির ট্রেজারার আকতার জাহান মালিক, কবি ও সাংবাদিক, নাট্যসংগঠক শিশির দত্ত, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোঃ রেজা, সেক্রেটারি দেবদুলাল ভৌমিক, সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি ম.শামসুল ইসলাম, বিএসএস’র সিনিয়র রিপোর্টার সেলীনা শিউলি, সিলেট নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি বিলকিস সুমী ও সাধারণ সম্পাদক মনিকা ইসলাম।

 

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের নারী সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪