ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে বড়উঠান ইউনিয়ন চ্যাম্পিয়ন

ওসমান হোসাইন, কর্ণফুলী:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) সোমবার আব্দুল জলিল চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে জুলধা ইউনিয়নকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে বড়উঠান ইউনিয়ন একাদশ চ‍্যাম্পিয়ন হয়েছে।

এ নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো বড়উঠান ইউনিয়ন একাদশ। টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হকেট সঞ্চালায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজ, সহকারি কমিশনার (ভূমি) পিষুষ কুমার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা এমএন ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুলচন্দ্র নাথ, যুব ও ক্রীড়া কর্মকর্তা এনামুল হক সরকার, জুলধা আ’লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চেয়ারম্যান, আবদুল মান্নান খান, অধ্যক্ষ জসিমউদ্দিন, আর্দশ মুছা, সাবেক সিজেকেএস কাউন্সিলর হারুন উর রশিদ পাটোয়ারী, জেলা ফুটবল দলের বাছাই কমিটির সদস্য সাইফুদ্দীন মানিক, এমএ রহিম, জিএম কিবরিয়া, ফারহাদ জীতু, সৈয়দ আহমদ, ইঞ্জিনিয়ার ইমতিয়াজ, উপজেলা ক্রীড়া সংস্থা অফিস কর্মকর্তা ফরহাদ হোসেন, রাকিব হাসান রাকিব প্রমূখ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪