ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হাছনাত করিমের জন্মশতবার্ষিকী উদযাপনে পটিয়ায় শাহআমির ভান্ডার দরবার শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

আগামী ৩০ আগষ্ট পটিয়ায় শাহ আমির ভান্ডার দরবার শরীফে হযরত হাসনাত করিম মুছা (র:)’র জন্মশতবার্ষিকী উদযাপনে এক প্রস্তুতি সভা রবিবার অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম নগরীর মুনসুরাবাদস্থ হযরত হাছনাত মাওলা ( র:) খানকাহ শরীফে আয়োজিত আনজুমানের চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরীর সভাপতিত্বে প্রস্তুতি এই সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন আয়োজন নিয়ে বক্তব্য রাখেন এসএমএকে‌ জাহাঙ্গীর, সূফী ছগীর শাহ, মনজুরুল আলম চৌধুরী, সৈয়দ মোজাম্মেল হক শাহ আমিরী, সৈয়দ আরমান শাহ আমিরী, সৈয়দ শাহীন শাহ্ আমিরী, সৈয়দ মুশকিল কোশা আমিরী, সৈয়দ জিলকদ জংগী শাহ আমিরী, অধ্যাপক রৌশাংগীর আমিরী প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন স্থানের হাজারো ভক্ত আশেকানকে মাওলা হাসনাত করিমের জন্মশতবার্ষিকী উদযাপনে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪