ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে গ্রেন্ডিং মেশিনে কেটে শ্রমিক নিহত

মুহাম্মদ শাহীন, রূপগঞ্জ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাগবের সিটি মার্কেটের মোশাররফের ওয়ার্কসপে নিয়োজিত আব্দুল মতিন (২২) নামের এক শ্রমিক গ্রেন্ডিং মেশিনে কেটে নিহত হয়েছেন। শনিবার ২ টার দিকে ওয়ার্কসপ কারখানায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যাক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার পর থেকে কারখানার মালিক মোশাররফ ও অন্যান্য শ্রমিকদের কারখানায় দেখা যায়নি। ফলে দীর্ঘক্ষণ মরদেহ পড়ে থাকতে দেখে তারা রূপগঞ্জ থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করে। নিহত আব্দুল মতিন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি এলাকার মহসিন মিয়ার ছেলে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪