ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদরাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পুনর্মিলনী

রাঙ্গুনিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদরাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮জুলাই) সকাল ১০টায় উপজেলার এডভোকেট নুরুচ্ছাফা তালুকদার পৌর অডিটোরিয়ামে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ ওবাইদুল মোস্তফা নঈমী’র সভাপতিত্বে এতে বক্তব্য দেন রাহাতিয়া নঈমীয়া বসরিয়া ট্রাস্টের মহাসচিব এডভোকেট শামশুল আলম, মাদ্রাসা গভার্নিং বডি’র সদস্য অধ্যাপক মুহাম্মদ গোফরান, মাদরাসার অধ্যক্ষ আল্লামা নাছির উদ্দিন তৈয়বী, উপাধ্যক্ষ আল্লামা ড. আব্দুল হামিল।

 

 

মুফতি সাইফুল ইসলাম আলকাদেরী, মুহাম্মদ করিম উদ্দিন হাসান ও মাওলানা নেজাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ব্যবস্থাপনা কমিটির মহাসচিব মাওলানা করিম উদ্দিন নূরী, সাবেক শিক্ষক ত্রিপিপদ বড়ুয়া, হেলাল উদ্দিন, শহিদুল্লাহ, তপন কুমার দত্ত, ইমাম উদ্দিন, শওকত হোসেন, আব্দুল হাকিম, মুহাম্মদ শফিউল আজম সিরাজী, মুহাম্মদ কালো শাহ, মাওলানা মুজিবুল হক, শওখত আলী নুর ও মাওলানা আব্দুল মান্নান আশরাফী। শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন- মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক।

এছাড়া আরও বক্তব্য দেন- মাওলানা মুহাম্মদ সিরাজ উদ্দিন, আ.ন.ম. নাজমুল হোসাইন নঈমী, অধ্যক্ষ আল্লামা নজরুল ইসলাম আলকাদেরী। প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য দেন- মাওলানা ওবাইদুল হক হক্কানী, এরশাদুর রহমান, আবুল মোকারম নঈমী, মাঈন উদ্দিন হাসান, আহমদ রেজা, নাছির উদ্দীন আলকাদেরী, রবিউল হোসেন, আবুল কালাম, ইলিয়াস মামুন, মাওলানা জানে আলম, ইকবাল হাসান, রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে প্রাক্তন ছাত্র পরিষদের সৈয়্যদ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফীকে সভাপতি ও হারুন ফারুক নঈমীকে সাধারণ সম্পাদক করে ৩১ বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪