ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে জমিতে ধানচাষে প্রতিপক্ষের বাধা, থানায় অভিযোগ

সালেহ আহমদ স’লিপক, সিলেট :

 

মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের মৃত আঃ সোবহানের ছেলে হাবিবুর রহমান (৮৩) নিজের জমিতে ধান চাষে বাধা প্রদান ও তার উপর হামলার চেষ্টা করায় একই ইউনিয়নের মৃত মছদ্দর আলী উসমান উল্লাহর ছেলে জহির আলী (৫৫) ও অজ্ঞাতনামা আরও ৩-৪জনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

আখাইলকুড়া ইউপির পশ্চিম বেকামুড়া গ্রামের মৃত আয়ফর আলীর ছেলে আব্দুল খালিক (৬৪) ও মৃত নরম মিয়ার ছেলে আঃ রহিম (৫২) কে মামলার স্বাক্ষী রাখা হয়েছে।

 

দায়েরকৃত অভিযোগে হাবিবুর রহমান উল্লেখ্য করেন, গত ৯ আগষ্ট বিকাল ৪টায় মৌলভীাজার সদর উপজেরার ৫নং আখাইলকুড়া ইউনিয়নের পশ্চিম বেকামুড়া গ্রামীনফোন কোম্পানীর টাওয়ার সংলগ্ন মৌলভীবাজার সদর, মৌজাঃ বেকামুড়া, খতিয়ান নং-৭১৯,৩০,৯৫,৪০৪,১১৩,২৯৩.৩১, জে এল নং-৩২, দাগ নং-৫২,৫৩,৫২.৫৪,৫২,৫৫,৫৪,৫৩ সর্বমোট জায়গার পরিমান ৮৪ শতক সাইল ও বাড়ী রকম নিজ নামের জমিতে চাষাবাদ করতে গেলে জহির আলী সহ অন্যান্যরা তাকে বাধাঁ প্রদান করেন। এসময় তারা দা, কুড়াল, লাঠি-সোটা সহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা করার চেষ্টা করেন। প্রতিবেশীরা এগিয়ে আসলে তিনি প্রাণে রক্ষা পান। বিবাদীগন অত্যান্ত খারাপ, জুলুমবাজ, দাঙ্গাবাজ, লাঠিয়াল, পরধন লোভী প্রকৃতির লোক।

 

এছাড়াও জমি দখল করতে এখনও ভয়ভীতি হুমকি প্রদর্শন করছেন। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য সহ এলাকার গন্যমান্য লোকজন একাধিকবার বিচার শালিস করিয়া দিলেও বিবাদীগন মুরব্বিদের কথা তোয়াক্কা করছেনা। বিষয়টি নিয়ে জখম, দাঙ্গা, হাঙ্গামা সহ আইন শৃংখলা অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মামলার বাদী হাবিবুর রহমান উল্লেখ্য করেন। তাই এ বিষয়ে বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান ৮৩ বছরের বৃদ্ধ হাবিবুর রহমান।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪