ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদগাঁওতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

সেলিম উদ্দীন, ঈদগাঁও

“পুলিশ- জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”স্লোগানে কক্সবাজারের ঈদগাঁওতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। শনিবার(৪ নভেম্বর) সকালে ঈদগাঁও থানা পুলিশ এ অনুষ্ঠানের আয়োজন করেন। এ উপলক্ষে সকালে থানা প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

 

 

শোভাযাত্রা চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের শাহ ফকির বাজার অতিক্রম করে পরে থানা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঈদগাঁও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির।এসময় ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, পোকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক কায়ুম উদ্দিন, আওয়ামী লীগ নেতা তারেক আজিজ, মনজুর আলম দাদা, যুবলীগ নেতা রাজিবুল হক রিকু ও মাওলানা এনামুল হক ইসলামাবাদী বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানে ইসলামাবাদ খোদাইবাড়ি এ, জি, লুৎফুল কবির মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান আজাদ, ঈদগাঁও বাজার সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিন্টু, ইসলামাবাদ আওয়ামী লীগ নেতা সেলিম বাবুল, হুমায়ুন কবির, জালালাবাদ আওয়ামী লীগ নেতা মমতাজুল ইসলাম রিয়াজ, পোকখালী আওয়ামীলীগ নেতা সাজ্জাদুল ইসলাম, কমিউনিটি পুলিশিং কমিটির সেলিম উল্লাহ সিরাজী, কৃষক লীগ নেতা আবসার কামাল, জামিল উদ্দিন শাম প্রমুখসহ কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ, থানা ও গ্রাম পুলিশ কর্মচারী বাহিনীর সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিএনএন বাংলা২৪