ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পিতা খুন

কক্সবাজার অফিস:

কক্সবাজারের টেকনাফে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন হয়েছেন। অভিযুক্ত ছেলে মুহাম্মদ পারভেজ (২২) মাদক সেবনের টাকা না পেয়ে ছুরিকাঘাতে তার পিতা বশির আহমদ (৫০) কে খুন করে।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ায় এই ঘটনা ঘটেছে। নিহত বশির আহমদ ওই এলাকার ঠান্ডা মিয়ার পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বশির আহমদের সঙ্গে তার বড় ছেলে মুহামদ পারভেজ নেশার টাকার জন্য প্রায় সময় ঝগড়া করতো। মঙ্গলবার পারভেজ আবারও তার পিতার নিকট টাকা চায়। এসময় টাকা না পেয়ে পারভেজ পিতার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে পারভেজ ছুরিকাঘাত করে তার পিতাকে খুন করে।

 

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাসিরউদ্দিন মজুমদার জানান, সদর ইউনিয়নের মৌলভীপাড়ায় বশির আহমদ নামে এক ব্যক্তিকে নিজের ছেলে ছুরিকাঘাতে হত্যা করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্ত পারভেজ পালিয়ে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪