ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মদ্যপ অবস্থায় গ্রেপ্তার দুই ভূয়া সাংবাদিককে কারাগারে প্রেরণ

বিশেষ প্রতিবেদক :

 

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীর আরফিন নগর এলাকা থেকে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার দুই সাংবাদিককে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে বায়েজিদ থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছিলো।

 

গ্রেপ্তাররা হলেন- রাউজান উপজেলার বাগওয়ান ইউনিয়ন পরিষদের গুচ্ছি দাশপাড়া এলাকার মৃত স্বপন দাশের ছেলে সৌরভ দাশ (৩৫) ও বরগুনা জেলার হোসনাবাদ ইউনিয়ন পরিষদের সোপখালী এলাকার মৃত মো. মজিবুল হকের ছেলে মো. আসাদুজ্জামান (৪০)।সিএনএন বাংলা২৪কে বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা।

 

তিনি বলেন, মাতাল অবস্থায় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেয়। মাদক মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।