ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এলডিপি’র সভাপতি কর্ণেল অলি আহমদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

মোঃ আমিনউল্লাহ টিপু, চন্দনাইশ

চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়ায় বন্যাদুর্গত এলাকায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি ত্রাণ বিতরণ করেছে।

বৃহস্পতিবার, ১৭ আগস্ট সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধোপাছড়ি ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়। উপজেলার ৮টি ইউনিয়ন, ২টি পৌরসভা ও সাতকানিয়ার আংশিক ৬ ইউনিয়নের বন্যাদুর্গত প্রায় ১৬ হাজার পরিবারের মধ্যে গত ৮দিন ধরে ত্রাণ বিতরণ অব্যাহত আছে। এ সময় বন্যা কবলিত এলাকার লোকজন ত্রাণ হাতে পেয়ে খুশি হয়েছেন।

 

ত্রাণ নিতে আসা নারী-পুরুষের উপস্থিতিতে চন্দনাইশ পৌরসভা এলডিপির সহ-সভাপতি আলহাজ্ব আবদুল মাবুদ বলেন, বন্যা এ বছর চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় মানুষের সহায়-সম্পদের ক্ষতি করেছে। বর্তমানে বন্যা পানি নেমে গেলেও বন্যার ক্ষতচিহ্ন বহন করে আছে। মানুষের ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। এখন পানি নেমে গেলেও ঘর-বাড়ি কাদায় ভরে যায়। ফলে মানুষ এখনও বাড়ি ঘরে রান্না করে খেতে পারছে না। পরিবার পরিজন নিয়ে কষ্টে আছে। মানবেতর জীবন যাপন করছেন। এ সময় হতদরিদ্র, বন্যাদুর্গত মানুষের পাশে এসে সাধ্যের মধ্যে ত্রাণ নিয়ে বিতরণ করা হচ্ছে।

 

এ সময় উপস্থিত ছিলেন দোহাজারি পৌরসভা এলডিপির সভাপতি মোঃ লিয়াকত আলী, হাশিমপুর ইউনিয়ন এলডিপির সভাপতি আবদুল মেম্বার, ধোপাছড়ি ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক মোঃ রফিক, ধোপাছড়ি ইউনিয়ন এলডিপির সাংগঠনিক সম্পাদক মোঃ আমিন, সাতবাড়িয়া ইউনিয়নের ফরিদ মেম্বার, শহিদুল ইসলাম বাবুল, মোজাম্মেল, মানিক, মোশারফ মানিক, ইকবাল, করিম, মুবিন, আবদুল গফুর, ফয়সাল, আলমগীর, শের আলী প্রমুখ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪