ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে জামায়াতের ঝটিকা মিছিল, পুলিশের ফাঁকাগুলি-টিয়ারশেল

ইকরা তৌহিদ মিম

জামায়াতের সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ‘হত্যা’র অভিযোগ এনে ঝটিকা মিছিল করেছে দলটির চট্টগ্রামের নেতাকর্মীরা। তবে পুলিশ ফাঁকাগুলি ও টিয়ারশল ছুঁড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

 

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল চারটার দিকে নগরীর আলমাস সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, কয়েকশ’ জনের জনের একটি মিছিল নগরীর জামিয়াতুল ফালাহ থেকে মিছিল করে আলমাস সিনেমা হলের সামনে গেলে পুলিশ তাদের লক্ষ্য করে ফাঁকাগুলি ছুঁড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সাঈদীর মৃত্যুর পর জামায়াত নাশকতা করতে পারে, এমন গোপন সংবাদের ভিত্তিতে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সকাল থেকেই নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

 

সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতনেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী। এর আগে রোববার বিকেলে তিনি কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়েন।

 

এইচ এম কাদের.সিএনএন বাংলা২৪