ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিশভ্যানে ট্রেনের ধাক্কায় ৩ পুলিশ সদস্য নিহত

ইকরা তৌহিদ মিম, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের ভ্যানে ট্রেনের ধাক্কায় পুলিশের তিন কনস্টেবল নিহত হয়েছেন। রোববার (২৭ আগস্ট) দুপুরে সীতাকুণ্ড উপজেলার সেলিমপুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- মিজান (৩৪), হোসেন (২৯) ও ইস্কান্দার (২৮)। এরা তিনজনই সীতাকুণ্ড থানায় কর্মরত ছিলেন।

এই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তারা হলেন- ইউপি সদস্য শাহাদাত হোসেন, এসআই সুমন (৩২) ও পুলিশের পিকআপ ভ্যানচালক কনস্টেবল সমর (২৬)।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ সদস্যদের বহনকারী ভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছেন। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪