ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রেনের ছাদে যাত্রী না ওঠাতে গত ঈদের অভিজ্ঞতা কাজে লাগানো হবে

নিজস্ব প্রতিবেদক

ঈদুল ফিতরে শুধুমাত্র টিকিটধারী যাত্রীদের ঢাকা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কিন্তু ওই ঈদের আগে যেদিন গার্মেন্টস ছুটি হয়েছিল সেদিন সে ব্যবস্থা কাজে লাগেনি। হু-হু করে সবাই ট্রেনের ছাদে উঠে গিয়েছিল। এবার যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য গত ঈদের অভিজ্ঞতাকে কাজে লাগানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেন, গতবার আমাদের যে ত্রুটিগুলো ছিল সেগুলো সংশোধন করে পরিপূর্ণ করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে প্রত্যেকটা কর্মচারী ও কর্মকর্তা ট্রেনে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সচেষ্ট রয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) সকালে স্টেশন ব্যবস্থাপকের নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

মাসুদ সারওয়ার বলেন, আজকে ঈদ যাত্রা চতুর্থ দিন। অন্যান্য দিনের তুলনায় যাত্রীর চাপ বেড়েছে এটা সত্য। যাত্রী চাপ বাড়লেও সিডিউল বিপর্যয়ের মতো কোনো ঘটনা ঘটেনি। দু-একটি ট্রেন বিলম্বে ছাড়তে পারে। ঈদের সময় যাত্রীদের নিরাপত্তা স্বার্থে ৩০-৪০ মিনিট বিলম্ব বা ১ ঘণ্টা বিলম্ব এটা কোনো কিছু হতে পারে না। এই ট্রেনগুলো ঢাকায় আসতেই দেরি করেছে। তাই ছাড়তে দেরি হয়েছে। আমার মনে হয় আজকে যাত্রীর চাপ কমে যাবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪