ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

আজিজুর রহমান ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানীর ইসি চেয়ারম্যান নির্বাচিত

ওসমান হোসাইন, কর্ণফুলী:

 

বীমা খাতের বেসরকারী প্রতিষ্ঠান ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের পঞ্চমবারের ইসি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আজিজুর রহমান। সম্প্রতি ২০ সেপ্টেম্বর এক বোর্ড সভায় নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

 

আলহাজ্ব আজিজুর রহমান কর্ণফুলী উপজেলা চরলক্ষ‍্যা ইউনিয়নের মরহুম আহমদ হোসেনের সন্তান। তাঁর পিতা আহমদ হোসেন ছিলেন চট্টগ্রামের একজন স্বনামধন্য ব্যবসায়ী। এছাড়াও ব্যবসায়িক, সামাজিক নানা উন্নয়ন কাজে সম্পৃক্ত ছিলেন তিনি।

 

আলহাজ্ব আজিজুর রহমান “মেসার্স সমতা শিপিং এন্ড ট্রেডিং এজেন্সীজ এর স্বত্তাধিকারী,ডব্লিউটিসি লোকাল এজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি,চরলক্ষ‍্যা ইউনিয়ন উচ্চ বিদ‍্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, আবদুল জলিল চৌধুরী কলেজের দাতা সদস্য,কর্ণফুলী উপজেলা আ’লীগের উপদেষ্টা,এ জে চৌধুরী উচ্চ বিদ‍্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পৃষ্ঠপোষক।

 

আলহাজ্ব আজিজুর রহমান,ইউনিয়ন ইন্সুরেন্সের পঞ্চমবারের ইসি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব‍্যবসায়ী ও শিক্ষক ছাত্র-ছাত্রী বৃন্দ।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪