ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় হক সাহেব স্মৃতি সংসদের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের পটিয়া উপজেলার বিনানিহারা গ্রামে শুক্রবার হক সাহেব স্মৃতি সংসদের উদ্যোগে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ নাছিম উদ্দিন রাজুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল আহাদের সঞ্চালনায়ে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ নুরুল কবির, অতিথি হিসিবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সুহৃদ সভাপতি ,সাংবাদিক মির্জা ইমতিয়াজ শাওন, বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল ওয়াহিদ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন ,পরিবেশ দূষণ সহ উদ্ভুত সমস্যার অন্যতম কারণ হচ্ছে দেশে বৃক্ষ বা গাছের সংখ্যা কমে যাওয়া।বৈজ্ঞানিক সভ্যতার দুরারোগ্য সংক্রামক ব্যাধি এ পরিবেশদূষণ প্রতিকারের’বৃক্ষরোপণ’ এ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশবিশেষ।প্রকৃতির অবারিত পরিসরে বসবাসকারী মানুষের জীবনের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর যোগান দিয়ে মানুষের জীবনকে মৃত্যুঞ্জয়ী মহিমায় বিকশিত হতে সাহায্য করেছিলো বৃক্ষ রাজি।

তাই বনাঞ্চলের সাথে মানুষের জীবনের সম্পর্ক ছিল অতি গভীর ও অবিচ্ছেদ্য। বর্তমান যুগের অপরিহার্যরূপে উদ্ভিদের ওপর নির্ভরশীল হয়ে বেঁচে আছে মানুষ। বৃক্ষ মানুষের পরম উপকারী বন্ধু। সুতরাং গাছ লাগাতে হবে ও এর যত্ন করতে হবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪