ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কমলগঞ্জে আম্বিয়া কিন্ডারগার্টেনে ফল প্রকাশ ও অভিভাবক দিবস পালন

সালেহ আহমদ স’লিপক :

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক অনুশীলন মূল্যায়নের ফলাফল প্রকাশ ও অভিভাবক দিবস পালিত হয়েছে।

 

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে স্কুল পরিচালনা কমিটির সভাপতি আহমদ সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন।

 

শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভা মেয়র মোঃ জুয়েল আহমেদ।

 

বিশেষ অতিথি ছিলেন আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ সালাহ উদ্দিন, অধ্যক্ষ মমতা রানী সিনহা।

 

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ক্রেষ্ট প্রদান করেন প্রতিষ্ঠাতা মোঃ সালাহ উদ্দিন। পরে শিক্ষকরা অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন।

 

স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ মমতা রানী সিনহা, অভিভাবক আলমগীর হোসেন, আসিফ নিয়াজ রনি, কাজী জেরিন আক্তার।

 

আলোচনা শেষে কৃতি শিক্ষার্থী মধ্যে মেডেল ও মার্কশীট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।