নাজমুন নাহার, ঢাকা
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকিদাতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে প্রাথমিকভাবে আটকের নাম পরিচয় জানায়নি র্যাব।
বুধবার (১৬ আগস্ট) রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর চিকিৎসককে হত্যার হুমকিদাতাকে আটক করা হয়েছে। ঝিনাইদহ থেকে তাকে আটক করেছে র্যাব।