ই-পেপার | রবিবার , ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়া মুক্তিযোদ্ধা সংসদের সভায় : বঙ্গবন্ধুর আদর্শ ধারণের শপথ নিতে হবে

আবদুল হাকিম রানা, পটিয়া

চট্টগ্রামের পটিয়া মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগষ্ট সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে দোয়া মাহফিলে জাতির পিতাসহ ৭৫ এর ১৫ আগষ্টের সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এতে সংসদের কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে হায়েনার দল

মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় সেদিন সৌভাগ্যক্রমে বেৃচে গিয়েছিলেন বলেই বাংলাদেশ আজ উন্নয়ন- অগ্রগতির অনন্য উচ্চতায় অবস্থান করছে। এর
ধারাবাহিকতা রক্ষা করতে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

 

এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউসুফ মাষ্টার, রফিক আহমদ, , জামাল উদ্দিন, আবুল কাসেম মাষ্টার, শামসুল আলম, যুগল সরকার, নাজিমুল হক, আহমদ ছফা, কান্তিময় ঘোষ, দিদারুল আলম চৌধুরী, আমিনুল হক প্রমুখ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪