ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এইচএসসি পরীক্ষার্থী নিহত

আবদুল হাকিম রানা, পটিয়া:

চট্টগ্রামের পটিয়ায় ইটবাহী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ফাতাহুল বারী তারেক (১৯) নামের এক মোটরসাইকেল আরোহী এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। তিনি পটিয়া উপজেলার ধলঘাট গ্রামের আবদুল বারেকের ছেলে এবং চন্দনাইশ বিজিসি ট্রাস্ট একাডেমীর এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। ঘটনাটি ঘটেছে শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পটিয়া-বোয়ালখালী প্রীতিলতা সড়কের কৃঞ্চাখালী বাজারের কাছে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার বড়।

 

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার বলেন, ‘তারেক সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে পটিয়ায় যাচ্ছিলেন। এসময় কৃঞ্চাখালী ব্রিজের কাছে আরেকটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী ইটবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করার পর কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান। তবে এব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করতে কেউ রাজি হননি। পটিয়া থানায় এ সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন ওসি।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪