ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খদ্দের-যৌনকর্মী-দালালসহ ২১ জন গ্রেফতার

আঃ রহিম জয় চৌধুরী, ফেনী

ফেনীতে মিনি পতিতালয় খুলে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে পতিতা ব্যবসায়ী মোঃ আলী মাতব্বরসহ ১৫ খদ্দের ও ৬ যৌনকর্মীকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানার পুলিশ। সোমবার রাত ১১ টার দিকে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের এফ রহমান এসি মার্কেটের পেছনে রায়হান টাওয়ারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতার পতিতা ব্যবসায়ী আলী মাতব্বর মাদারীপুর জেলার খাকছড়া গ্রামের মৃত আলম মাতব্বরের ছেলে।

 

গ্রেপ্তার খদ্দেররা হলেন- সোনাগাজীর সুলতানপুর গ্রামের করিম উল্লাহ ছেলে মোহাম্মদ গিয়াস উদ্দিন, বাগেরহাট জেলার চিতলমারি থানার আডুবন্নি গ্রামের মজিবুর রহমানের ছেলে সেকান্দর মোহাম্মদ, সোনাগাজীর মোঃ হানিফ, ফেনীর চনুয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে অমিত হাসান, নোয়াখালী জেলার সেনবাগ থানার দক্ষিণ রাজাপুর গ্রামের শাহ আলমের ছেলে আবুল কালাম, দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের ওজি উল্লার ছেলে আব্দুল্লাহ আল মামুন, লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার রুহুল আমিনের ছেলে মুহাম্মদ সুমন, ছাগলনাইয়া রাধানগর ইউপির হাসেমপুর গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ শাহাদাত হোসেন, কিশোরগঞ্জ জেলার আক্কাস গাজীর ছেলে মোশারফ গাজী, ফেনী সদর উপজেলার সোনুয়া গ্রামের মোহাম্মদ সেলিম এর ছেলে মোহাম্মদ শিহাবুল ইসলাম, দাগনভুঁইয়ার চন্দ্রপুর এলাকার লোকমান আলী মিয়ার ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান, ছাগলনাইয়া উপজেলার পূর্ব মধু গ্রামের মোহাম্মদ হাকিমের ছেলে মনসুর আলম, ফেনী শহরের টঙ্গীর পাড়া গ্রামের কবির আহমদের ছেলে আব্দুল্লাহ আল রিফাত, ফেনী সদর উপজেলার লেমুয়া গ্রামের বাবুল উদ্দিনের ছেলে ইয়াসিন হোসেন হৃদয়।

 

এছাড়া গ্রেপ্তার করা হয়- সূত্রাপুর থানার মৃত নাসির উদ্দিনের মেয়ে সোনালী, চট্টগ্রামের মিরসরাই থানার নুরুল আনোয়ারের মেয়ে জান্নাতুল রায়হান নদী, চট্টগ্রামের রাউজান থানার মিতা পিয়াশের মেয়ে আসমা আক্তার, চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার কাজিরটেক এলাকার মোঃ আলাউদ্দিনের মেয়ে শিলা বেগম, চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার মজিবুলের মেয়ে শারমিন আক্তার ও বান্দরবান জেলার হলুদিয়া গ্রামের কবির আহম্মদের মেয়ে সুরাইয়া বেগম।

 

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্লা চৌধুরী ৬ যৌনকর্মীসহ ১৫ খদ্দের আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪