ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিকের সঙ্গে কী কাণ্ড করলেন বরুণ

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। মুম্বাই বিমানন্দরে ঢোকার সময় সাংবাদিকের সঙ্গে এমন এক কাণ্ড করেছেন, যা দেখে রীতিমতো তাজ্জব নেটিজেনরা।

 

হিন্দুস্তান টিইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি অভিনেতা বরুণ ধাওয়ানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে ধরা পড়ল সাংবাদিকদের সঙ্গে তার আচরণের এমন এক মুহূর্ত, যা দেখে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।

ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা গেছে, বিমান বন্দরে ঢোকার সময় খোশমেজাজেই সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বরুণ। হঠাৎ তাদের মধ্যেই এক ফটোসাংবাদিকের জন্মদিন শুনে তাকে জড়িয়ে ধরেন বরুণ।

এতেই থেমে থাকেননি। জন্মদিনের উপহার হিসাবে নিজের দামি রুপোর ঘড়িটিও তাকে খুলে দিয়ে দেন এই অভিনেতা।

এসময় বরুণ ধাওয়ানের পরনে ছিল সাদা শার্ট, সাদা ট্রাউজার।

চলতি বছরেই মুক্তি পেতে চলেছে বরুণের নতুন সিনেমা ‘বেবি জন’। এছাড়া সিটাডেল সিরিজেও দেখা যাবে তাকে। ২০২৫-এও মুক্তি পাবে জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ান অভিনিত সিনেমা ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’।

 

‘ভেড়িয়া’তে শেষ কাজ করতে দেখা গিয়েছে অভিনেতাকে। এই ছবিতে তার অভিনয় ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের।

কিছুদিন আগেই নিজের পিতা হতে চলার খবর প্রকাশ্যে আনেন বরুণ। স্ত্রী নাতাশা দালালের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিজেই একটি পোস্টে শেয়ার করেন তিনি।