ই-পেপার | সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

তিন রোহিঙ্গার পেট থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার

মোঃ আঃ রহিম জয় চৌধুরী ,ফেণী :

ফেনীতে ২ নারীসহ তিন রোহিঙ্গা নাগরিকের পেট থেকে ৪ হাজার পিস ইয়াবা বের করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে আটকদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।গ্রেফতাররা হলেন- কক্সবাজারের টেকনাফ লেদি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা সঞ্চিতা বেগম (২৫) খালেদা বেগম (২৭) ও দ্বীন মোহাম্মদ সাগর (১৯)।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানায়, বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাড়িপুরে সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালায় পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে সন্দেহভাজন দুই নারী ও এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তাদের পেটে ইয়াবা থাকার বিষয়টি জানান তারা। গাড়ীটি ঢাকার দিকে যাচ্ছিল।

পরে পুলিশ তাদের আটক করে ফেনী আধুনিক জেনারেল হাসপাতালে এক্স-রে করালে তাদের পেটে বস্তুসদৃশ পণ্যের উপস্থিতি দেখতে পায়। তাদের ফেনী মডেল থানায় এনে পায়ুপথে বের হওয়া ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওসি জানান, আসামিরা দীর্ঘদিন বিশেষ কায়দায় কলার ভেতরে ঢুকিয়ে পেটে ভরে ইয়াবা পাচার কারবার চালিয়ে আসছিল। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে