ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণ মামলার মূলহোতা চট্টগ্রামে আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

কুড়িগ্রামের আলোচিত ও চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণ মামলার মূলহোতা জয়ন্ত চন্দ্র বর্মণকে চট্টগ্রামের বোয়ালখালী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

২৭ বছর বয়সের বুদ্ধি প্রতিবন্ধী এক নারী গত ১৯ জুলাই হঠাৎ অসুস্থ হলে ভূক্তভোগীর পরিবার ভিকটিমকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে ভিকটিম গর্ভবতী বলে জানায়। পরবর্তীতে গত ২৪ জুলাই ভিকটিমের পরিবার পুণরায় আকতারুন্নাহার মেমোরিয়াল হাসপাতালে প্রেগনেন্সি টেস্ট করালে ভিকটিম ১৩ সপ্তাহের গর্ভবতী রিপোর্ট আসে।

পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২৩ এপ্রিল বুদ্ধি প্রতিবন্ধীকে বাড়িতে একা পেয়ে ভয়ভীতি প্রদর্শন করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক জয়ন্ত চন্দ্র বর্মণ ধর্ষণ করে।

 

এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে জয়ন্ত চন্দ্র বর্মণকে আসামী করে উলিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

 

পরর্বতীতে ভুক্তভোগীর পরিবার আসামীকে গ্রেফতারের জন্য র‌্যাব-৭, চট্টগ্রাম বরাবর একটি আবেদন দাখিল করেন।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ চট্টগ্রাম জেলার বোয়ালখালীতে অভিযান চালিয়ে রোববার (২০ আগস্ট) জয়ন্ত চন্দ্র বর্মণ (২৮) কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামি কুড়িগ্রামের উলিপুর থানার মৃত গৌবিন্দ চন্দ্র বর্মণের ছেলে।

 

র‌্যাব-৭ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪